দীঘি: “বাবাই আমার সবচেয়ে বড়

বিনোদন ডেস্কঃ নজর কেড়েছেন শিশুশিল্পী হিসেবে, কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় পুরস্কার। এরপর পুরোদস্তুর নায়িকা হিসেবে বড় পর্দায় আবির্ভূত হন প্রার্থনা ফারদিন দীঘি। আলোচনার পাশাপাশি সমালোচনার পাত্র হয়েছেন মাঝেমধ্যে। তবে এসবে আর মাথা ঘামান না তিনি। ডুবে থাকতে চান কাজ নিয়ে।

সম্প্রতি সংবাদমাধ্যমে দীঘি বলেন, প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।

তিনি আরও বলেন, তারা শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চায় আর কে খারাপ চায়, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।

বডিশেমিং প্রসঙ্গে দীঘি বলেন, অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। তখন মানুষ নানা কথা বলত। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।

এদিকে, দীঘিকে সর্বশেষ দেখা গেছে গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায়। সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন তিনি। আগামীতে তাকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমায় দেখা যাবে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বাপ্পারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *