নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশান-২ এলাকার প্ল্যাটিনিয়াম মার্কেটের ২৫/১/এ নম্বর ভবনের তৃতীয় তলায় অবস্থিত “অধরা থাই স্পা” নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। নামের সঙ্গে থাই স্পা ও বিউটি সার্ভিস যুক্ত থাকলেও, এলাকাবাসীর দাবি—এখানে দীর্ঘদিন ধরে গোপনে চলছে অনৈতিক ব্যবসা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণিপেশার লোকজনের আনাগোনা বেড়ে যায় এই স্পা টিতে। ভেতরে প্রবেশের আগে দর্শনার্থীদের মোবাইল ফোন জমা দিতে হয় এবং তাদের পরিচয় গোপন রাখা হয় বলে অভিযোগ রয়েছে। ফলে এলাকাবাসীর মনে সন্দেহ ও ক্ষোভ তৈরি হয়েছে।

একজন দোকান মালিক বলেন, “রাত আটটার পর থেকে আমরা দেখি অচেনা মানুষ আসছে, কেউ কেউ আবার নেশাগ্রস্ত অবস্থায় বের হয়। এটা আমাদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে।”

এলাকার বাসিন্দারা জানান, এই বিষয়ে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি—র‍্যাব ও গুলশান থানা পুলিশ যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে দেখে, আসলেই কী ঘটছে ওই স্পায়।

তাদের মতে, অভিজাত এলাকায় “স্পা” নামের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড সমাজে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে, যা তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হতে পারে। তাই প্রশাসনের কড়া নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *