নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশান উত্তর বারিধারায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিতব্য একটি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিয়মবহির্ভূতভাবে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করছে।

দুদক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে দেখা যায়, প্রকল্প এলাকার আট বিঘা জমিতে নির্মাণাধীন দুটি ভবনের (একটি চারতলা ও একটি দুইতলা) কাজ অনেকদিন ধরে বন্ধ রয়েছে। প্রকল্পের অবস্থা দেখে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট নথি সংগ্রহের জন্য প্রবাসী কল্যাণ ভবনে যান। তবে তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা দাপ্তরিক কাজে ঢাকার বাইরে ছিলেন।

পরে মোবাইল ফোনে প্রকল্প পরিচালক এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন)-এর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ জানানো হয়। দুদক জানিয়েছে, এসব নথি পাওয়ার পর যাচাই-বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *