হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়াস আইয়ার

খেলাধুলা ডেস্কঃ অবশেষে সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি বর্তমানে ভালো আছেন ও ধীরে ধীরে সেরে উঠছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালে একটি ক্যাচ নিতে গিয়ে আইয়ারের পেটে আঘাত লাগে, যার ফলে তার প্লীহায় ছেদ ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করতে সক্ষম হন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তিনি যথাযথ চিকিৎসা পেয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল ও দ্রুত সেরে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থা সন্তোষজনক হওয়ায় আজ তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।’

‘বোর্ড শ্রদ্ধাভরে ধন্যবাদ জানাচ্ছে সিডনির ডা. কোরুশ হাঘিঘি ও তার দলকে ও ভারতের ডা. দিনশ শাহ পার্ডিওয়ালাকে, শ্রেয়াসের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য। শ্রেয়াস সিডনিতেই কিছুদিন থাকবেন ফলোআপ চিকিৎসার জন্য এবং চিকিৎসকরা অনুমতি দিলে ভারতে ফিরে আসবেন।’

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে শ্রেয়াস আইয়ার দুই ম্যাচে মোট ৭২ রান করেন। দ্বিতীয় ওয়ানডেতে অ্যাডিলেডে তিনি ৭৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শতরানের জুটি গড়েছিলেন।

ভক্তরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, কারণ তিনি ভারতের মিডল অর্ডারের অন্যতম প্রধান ভরসা। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের সঙ্গে মিলে দলের মূল ভিত্তি গড়ে তুলেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ১১ ম্যাচে ৪৯৬ রান করেছেন তিনি। গড় ৪৯.৬০, স্ট্রাইক রেট ৮৯.৫৩। পাঁচটি হাফসেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংস ৭৯ রান।

এছাড়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ে তার বড় ভূমিকা ছিল-সেই টুর্নামেন্টে তিনি ৫ ইনিংসে ২৪৩ রান করেন। গড় ৪৮.৬০, দুটি হাফসেঞ্চুরি। তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

এ পর্যন্ত তার ওয়ানডে ক্যারিয়ারে ৭৩ ম্যাচে ৬৭ ইনিংসে ২,৯১৭ রান, গড় ৪৭.৮১, রয়েছে ৫টি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরি, সর্বোচ্চ অপরাজিত ইনিংস ১২৮ রান।

তবে এই চোটের কারণে তার ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার সম্ভাবনা এখন গভীর অনিশ্চয়তায় পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *