বিশেষ প্রতিবেদকঃ নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মাহবুবুর রশিদ মুন্নার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সোহেল রানাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির পাশাপাশি তিনি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজের পদকে ব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

সম্প্রতি ঢাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে চলচ্চিত্র সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রশিদ মুন্না সাংবাদিক সোহেল রানা ও সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। জানা যায়, সোহেল রানা এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নৌপরিবহন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন।

ঘটনার পর সাংবাদিক সোহেল রানা ও পত্রিকা কর্তৃপক্ষ বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন।

এদিকে, মাহবুবুর রশিদ মুন্নার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নৌপরিবহন অধিদপ্তরের একজন সাধারণ শিপ সার্ভেয়ার পদে কর্মরত থেকেও অস্বাভাবিক পরিমাণ সম্পদ অর্জন করেছেন এবং অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করেছেন। এসব তথ্য সংবাদে প্রকাশিত হওয়ায় এখন তিনি নিজের অবস্থান রক্ষায় নানা কৌশল অবলম্বন করছেন এবং সাংবাদিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *