নিজস্ব প্রতিবেদকঃ রবি আজিয়াটা লিমিটেডের সাবেক নেটওয়ার্ক বিশেষজ্ঞ মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, রাকিবুল হাসান ২০২১ সালের সেপ্টেম্বরে নিজের সম্পদের হিসাব জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, তিনি ৩৩ লাখ ৫৯ হাজার টাকারও বেশি সম্পদের তথ্য গোপন করেছেন এবং ভুল তথ্য দিয়েছেন। এছাড়া তার নামে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
