বিশেষ প্রতিবেদকঃ বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদ্যুতের প্রিপেইড মিটার উৎপাদন, বাজারজাতকরণ ও প্রশিক্ষণ খাতে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ এবং আরও ৩০ কোটি টাকার বেশি আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
বুধবার (২৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ৩১ মে খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় শুরুতে প্রায় ৩৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হলেও তদন্তে দেখা যায়, দুদকের তৎপরতায় বেশ কিছু অর্থ আত্মসাৎ হওয়া থেকে রক্ষা পেয়েছে।
চার্জশিটে যাদের নাম এসেছে তারা হলেন—ওজোপাডিকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডের (বিএসইসিও) সাবেক পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব এবং একই প্রতিষ্ঠানের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মি. ইয়ে ওয়েনজুন।
তদন্তে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর ওজোপাডিকো ও চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি যৌথভাবে খুলনায় ‘বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড’ (বিএসইসিও) প্রতিষ্ঠা করে। মূল উদ্দেশ্য ছিল দেশীয়ভাবে প্রিপেইড মিটার উৎপাদন ও বাজারজাত করা। কিন্তু এই প্রকল্পে প্রশিক্ষণ, টেকনিক্যাল সাপোর্ট, রিপেয়ার ট্রেনিং, এবং ওয়ারেন্টি সংক্রান্ত খাতে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে।
তদন্তে দেখা গেছে, ২ কোটি ৪৩ লাখ টাকার বেশি অর্থ সরাসরি আত্মসাৎ করা হয়েছে এবং প্রায় ৩০ কোটি টাকারও বেশি আত্মসাতের চেষ্টা করা হয়েছিল।

