নিজস্ব প্রতিবেদকঃ পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা দুর্নীতির তিন মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।

রবিবার (২ নভেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম দুদকের আবেদন মঞ্জুর করে খুরশীদ আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এর আগে গত ৩০ অক্টোবর দুদক এই বিষয়ে আবেদন করেছিল। আজ সকালে খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। শুনানিতে বিচারক মামলার চার্জশিট পড়ে শোনান এবং খুরশীদের বক্তব্য জানতে চান। তিনি আদালতে বলেন, “আমি নির্দোষ, ন্যায়বিচার চাই।”

তার বক্তব্যের পর আদালত সাক্ষ্যগ্রহণ শুরু করে, যা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা অন্য তিন মামলায়ও খুরশীদ আলমকে গ্রেফতার দেখানো হয়েছিল। দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন বিষয়টি নিশ্চিত করেন।

এই মামলাগুলোয় আরও আসামি আছেন সরকারের বিভিন্ন দপ্তরের কয়েকজন সাবেক কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্যসহ প্রায় ১৫ জনের বেশি ব্যক্তি।

দুদক জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় ছয়টি প্লট অবৈধভাবে নিজেদের দখলে নেন। বরাদ্দের জন্য যোগ্য না হয়েও এসব প্লট নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানুয়ারিতে দুদক পৃথক ছয়টি মামলা দায়ের করে, যার সবগুলোতেই অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *