নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রন হক সিকদার এবং রিক হক সিকদারসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বছরের ৩১ মার্চ দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান এ চার্জশিট আদালতে জমা দেন। বুধবার (২৯ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
তদন্তে জানা যায়, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে রন ও রিক সিকদার তাদের বৈদেশিক মুদ্রার (এফসি) অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও ক্রেডিট কার্ড ব্যবহার করে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ডলার খরচ করেন। এর মধ্যে রন সিকদার খরচ করেন প্রায় ৬০ লাখ ৯২ হাজার ২২৫ মার্কিন ডলার এবং রিক সিকদার ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার।
এ ঘটনায় ন্যাশনাল ব্যাংকের আরও ১১ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা চার্জশিটভুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

