নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়েজ উদ্দিন এবং তার স্ত্রী শাহানা বিলকিসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, ২০২১ সালের ৬ ডিসেম্বর দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক, বর্তমানে সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান মামলাটি দায়ের করেন। মামলাটি করা হয় দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায়। তদন্ত পরিচালনা করেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

তদন্তে দেখা যায়, শাহানা বিলকিস তার সম্পদ বিবরণীতে ১ কোটি ১৬ লাখ টাকার কিছু বেশি সম্পদের তথ্য দেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তার নামে পাওয়া যায় আরও সম্পদ, পারিবারিক ব্যয়সহ যার মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা। অথচ বৈধ উৎস থেকে তাদের আয় পাওয়া গেছে মাত্র ১৮ লাখ টাকার কিছু বেশি। ফলে আয়-ব্যয়ের হিসাবের বাইরে প্রায় ১ কোটি ৮ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলে।

দুদকের তদন্তে আরও জানা যায়, সৈয়দ আয়েজ উদ্দিন তিতাস গ্যাসে চাকরির সময় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ সংগ্রহ করেন এবং তা গোপন করতে স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে দুদক আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *