বিশেষ প্রতিবেদকঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতের ওপর শুল্কারোপের হুমকি দিয়েছেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না এমন নিশ্চয়তা দিয়েছেন। তবে যদি ভারতের তরফ থেকে এই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে, তাহলে ভারতের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করা হবে।
রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের সমালোচনা
ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। তিনি বলেন, রাশিয়ার অপরিশোধিত তেল কেনার মাধ্যমে ভারত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পুতিনের অর্থায়নে সহায়তা করছে।
দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি
এর আগে, ট্রাম্পের শুল্ক বৃদ্ধি করায় ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার ঘোষণা দেয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে গেছে। অন্যদিকে, ভারত এই শুল্ক বৃদ্ধিকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করেছে।