খেলাধুলা ডেস্কঃ আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর উন্নয়নের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। বুধবার ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ডিসেম্বরে এই টুর্নামেন্টের আয়োজন হওয়ার কথা থাকলেও ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য তিনটি আন্তর্জাতিক ম্যাচ ভেন্যুকে প্রস্তুত করতে সময় দেওয়াই মূল লক্ষ্য। সেই কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এলপিএল।
এসএলসি জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৫ সালের এলপিএলের আসরটি আরও উপযুক্ত সময়ে স্থানান্তরিত করা হবে। যাতে বিশ্বকাপের আগে ভেন্যুগুলির সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর পূর্ণ মনোযোগ দেওয়া যায়।
জানা গেছে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামসহ অন্যান্য ভেন্যুর সংস্কার কাজ দ্রুত শুরু হবে। চলমান নারী বিশ্বকাপ ক্রিকেটের জন্য স্টেডিয়ামের এই সংস্কার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। যা এবার ফের শুরু হবে।
এবারের এলপিএল-এ প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটারদেরও খেলার কথা ছিল।